Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইতিহাস-ঐতিহ্য

টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা। ৮টি ইউনিয়ন নিয়ে উক্ত উপজেলা গঠিত হয়েছে। সখিপুরের ঐতিহ্য হলো পাহাড়ী অঞ্চল। মুক্তিযুদ্ধের সময় সখীপুরের দুর্গম বনাঞ্চলে কাদের সিদ্দিকী গড়ে তুলেছিলেন দেশের একমাত্র বেসামরিক বিগ্রেড কাদেরিয়াবাহিনী এ বাহিনীর জন্ম সংগঠিত হওয়ার সদর দপ্তর ছিল সখিপুর, বয়েরাতুল বাজার এর পাশে এই কাদের বাহিনীর একটা শপথ স্তম্ভ রয়েছে যেখানে এই বাহিনীর লোকজন বাংলাদেশকে স্বাধীন করার শপথ নিয়েছিল। তাছাড়া পাশে লাঙ্গটিয়া গ্রাম ছিল মুক্তিযোদ্ধাদের একমাত্র ঘাটি। তাছাড়া আরো দর্শনীয় জায়গা অনেক তাদের মধ্যে অন্যতম নলয়ায় বিমান বাহিনীর পাহাড়, কাঞ্চনপুর ঘাটি। সখিপুরের মহানন্দপুর গ্রামে বাহিনীর সদর দপ্তর ছিল। সখিপুর থেকেই এই বাহিনী সমগ্র টাঙ্গাইল এবং যমুনা ধলেশ্বরী নদ সংলগ্ন এলাকায় এবং গাজীপুর,ময়মনসিংহ,জামালপুর শেরপুর জেলায় গিয়ে পাক বাহিনীর বিরুদ্ধে অভিযান চালাতো। বহেড়াতৈল বাজারের পাশে কাদেরিয়া বাহিনীর শপথ গ্রহণ করত। এখানে একটা শপথ স্তম্ভ আছে।