সড়ক যোগাযোগঃ
উপজেলার সড়ক যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পাকা সড়ক, এরপর কাঁচা ও গ্রাম্য সড়ক সমূহ। পাকা সড়কের কাজ সওজ বিভাগ ও এলজিইডি, কাঁচা সড়ক উন্নয়ন, মেরামত ও সংস্কার কাজ এলজিইডি ও ত্রাণ বিভাগ থেকে হয়ে থাকে। মাটির কাজ, ব্রীজ, কালভার্ট নির্মাণ করে এলজিইডি ও ত্রাণ বিভাগ গ্রাম্য জনপদে চলাচল/যোগাযোগ ব্যবস্থা অব্যাহত রাখতে তৎপর। এলজিইডি বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী উপজেলার রাস্তাঘাট সমূহ চারটি ভাগে বিভক্ত। যথাঃ
(K) জেলা সংযোগ সড়কঃ উপজেলা থেকে জেলা সদরের সাথে সংযোগকারী এ সড়ক উপজেলার সব চাইতে গুরুত্বপূর্ণ সড়ক ।
(L) উপজেলা সংযোগ সড়কঃ এ জাতীয় সড়ক উপজেলা সদরের সাথে গ্রোথ সেন্টারের সংযোগ ঘটিয়ে থাকে। গুরুত্বের দিক থেকে জেলা সংযোগ সড়কের পরে এর অবস্থান।
(M) ইউনিয়ন সংযোগ সড়কঃ এ জাতীয় সড়ক উপজেলার সাথে ইউনিয়ন, ইউনিয়নের সাথে ইউনিয়ন এবং গ্রোথ সেন্টারের (জিসি) সংযোগ ঘটিয়ে থাকে।
(N) গ্রাম টু গ্রাম সংযোগ সড়ক(এ)ঃ এ জাতীয় সড়ক ইউনিয়নের সাথে গ্রাম এবং গ্রামের সাথে গুরুত্বপূর্ণ হাট- বাজারের সংযোগ ঘটিয়ে থাকে।
(O) গ্রাম টু গ্রাম সংযোগ সড়ক(বি)ঃ এ জাতীয় সড়ক গ্রামের সাথে গ্রামের, পাড়া/ মহল্লা এবং বিভিন্ন বাড়ীর সাথে সংযোগ ঘটিয়ে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস