১। নলুয়ায় বিমান বাহিনীর পাহাড় কাঞ্চনপুর ঘাঁটি
২। বহেড়াতৈল বাজারের নিকট অবস্থিত মুক্তিযোদ্ধাদের শপথ মূর্তি
৩। কোকিলা পাবর এ অবস্থিত বিজ্ঞানাগার
৪। হাতিবান্ধা তালিম ঘর
৫। নকিল বিল
৬। পলাশতলী বিলে বর্ষাকালীন বিনোদন কেন্দ্র
৭। কালিদাস পণ্ডিত পুকুর
৮। বেলতলি বন
৯। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গৌরবময় অধ্যায় রচিত হয়েছিল এ সখিপুরে। মুক্তিযুদ্ধের নিদর্শন হিসেবে এ উপজেলায় স্থাপিত হয়েছে কোকিলা পাবর স্মৃতি সৌধ। এখানে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও চিকিৎসার ব্যবস্থা ছিল।
এ উপজেলার বহেড়াতৈল বাজার সংলগ্ন স্থানে মহান মুক্তিযোদ্ধাদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ স্মৃতির নিদর্শন হিসেবে এখানে স্থাপিত হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস