Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

মহান মুক্তিযুদ্ধের পূণ্যভূমি সখিপুরে বহুজাতিক ধর্মের মানুষ তাদের নিজস্ব ভাষা-সংস্কৃতি চর্চায় নিজেদের মহিমান্বিত করে আসছে। এখানকার মানুষের ভাষা মূলত বাংলা। তবে মান বাংলা ভাষায় খুব বেশি মানুষ কথা বলেন না। আঞ্চলিক উপভাষার ব্যবহার নিত্য ক্রিয়া-কর্মের মধ্যে বিশেষভাবে লক্ষ্যণীয়। এ অঞ্চলে বসবাসরত মান্দাই বা কোচ সম্প্রদায়ের ভাষার মধ্যে একটি বিশেষ ধরণ পরিলক্ষিত হয়। মুচি এবং মেথর সম্প্রদায়ের লোকসংখ্যা সামান্য হলেও তাদের একটি নিজস্ব ভাষা আছে যা বাংলা নয়। তবে এরা অধিকাংশ ক্ষেত্রে বাংলা ভাষাই ব্যবহার করে।

সামগ্রিক জীবন আচরণই সংস্কৃতি। এখানে বসবাসকারী মুসলিম পরিবারগুলো সমগ্র মুসলিম জাহানের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করলেও উদযাপনের ভিন্নতা রয়েছে। বিয়ে, খাতনা, জন্মদিন ইত্যাদিতে তাদের আনন্দ আয়োজন না করলেই নয়। এছাড়া সামগ্রিক সাংস্কৃতিক চেতনায় এবং বিভিন্ন অনুষ্ঠান উদযাপনে সখিপুর স্বতন্ত্র জনপদ। সকল ধর্ম-বর্ণ গোত্রের মানুষ উৎসবে ঐক্যবদ্ধ।